WIKI KOLKATA

অনুপ্রবেশকারী ধরতে কলকাতায় একসাথে ৮ জায়গায় তল্লাশি

12.48K খবরে কলকাতা 6 months ago

কলকাতা: অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বড়সড় পদক্ষেপ নিল। আজ সকালে কলকাতা থেকে শুরু করে নদিয়ার গেদে সীমান্ত পর্যন্ত একযোগে ৮টি জায়গায় তল্লাশি চালাল ED।

তল্লাশি অভিযান চালানো হয়েছে কলকাতার বেকবাগান, বিরাটি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা, এবং নদিয়ার গেদে সীমান্তে। বিভিন্ন জায়গায় বিদেশি নাগরিকদের বেআইনি প্রবেশ এবং সেখানে আশ্রয় নেওয়ার খবর পেয়েই এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি মামলাও রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার অনুমান, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একাংশ বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিক চোরাপথে ভারতে প্রবেশ করেছে এবং এখানেই বাসস্থান তৈরি করছে।

ED সূত্রে জানা গিয়েছে, এই অনুপ্রবেশের সঙ্গে একাধিক ফেক ডকুমেন্ট চক্র, হাওয়ালা ট্রানজ্যাকশন এবং বেআইনি সম্পত্তির লেনদেনও জড়িত থাকতে পারে। সেই কারণেই শুধুমাত্র অনুপ্রবেশকারী নয়, তাদের সাহায্যকারী স্থানীয় যোগাযোগকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।

তল্লাশি চলাকালীন কিছু সন্দেহভাজন নথিপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে। এইসব প্রমাণ খতিয়ে দেখেই আগামী দিনে আরও বড়সড় অভিযান চালানোর সম্ভাবনার কথাও জানাচ্ছেন আধিকারিকরা।

এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নজরদারি চালাচ্ছে।

ED-র এই পদক্ষেপ অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপ রুখতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তে নিরাপত্তা ও নজরদারি না বাড়ালে এই ধরনের প্রবণতা ঠেকানো কঠিন হবে।

Latest Update