WIKI KOLKATA

এ কে সরকার শাওনের কবিতা – “প্রমি-শান্ত’র পথচলা”

15.33K সাহিত্যের কলম 6 months ago

বাবা-মা’র স্বপ্ন, স্বজনের রত্ন,
স্বর্গীয় অনন্য উপহার!
ভাইয়ের আদরের বোনের স্নেহের
প্রমি সবার অহংকার!

ক’দিন আগের ফুটফুটে শিশু
আজ পরীর রানী!
মায়া-মমতায় মননে-মেধায়
নিশ্চয়ই অতুল্য জানি!

হাস্যোজ্বল যেন কমল
বিদুষী, বিদ্বান, গুনী !
ফুলের মত নন্দিত সতত
একথা সবাই মানী!

আজ তাঁর নতুন সংসার
নব দিগন্তের সন্ধান;
সোনার হাতে সাজাবে ভুবন
পাবে জয়ীতার সম্মান!

সে যাবে যেথা আলো নাচবে সেথা
ভুবন হবে হিরন্ময়!
আপন গুনে মায়ার বাঁধনে
সবাইকে করবে জয়!

প্রার্থনা চাই, শুভেচ্ছা চাই,
চাই বিধি’র আশীর্বাদ!
মসৃণ হোক সার্থক হোক
প্রমি-শান্ত’র সব সাধ!

শুভ লক্ষণযুক্ত সূর্য হয়েই
দ্যূতি ছড়াক বিশ্বময়!
হাসির রেখায় তৃপ্তি ছড়াক
সরকার খান্দানের পরিচয়!

কবিতাঃ প্রমি-শান্ত’র পথচলা
কাব্যগ্রন্থঃ আপন আভাস
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।
৪ এপ্রিল ২০২৫

Latest Update