‘Wrong Number’-এর সাফল্যের পর আবারও নতুন চমক। পরিচালক অ্যান্টনি জেনের আসন্ন ছবি ঝড়-এর টাইটেল ট্র্যাক এবার গাইছেন রূপম ইসলাম। গানটির সুরকার ও সংগীত পরিচালক জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। সঙ্গীত পরিচালক রাহুল মজুমদার -এর সঙ্গে আড্ডায় Wiki কলকাতা ।
প্রশ্ন ১: ছবির পরিচালক অ্যান্টনি জেনের সাথে কাজ করে কেমন লাগল?
– ভালো লেগেছে, একদমই অন্য রকমের মানুষ, উৎসাহ দিতে জানেন। আমার সাথে ওনার প্রথম কাজ এটা। আরও কিছু প্রোজেক্ট আমরা একসাথে করতে যাচ্ছি – ক্রমশ প্রকাশ্য।
প্রশ্ন ২: P S Entertainment-এর সাথে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন হলো?
– অভিজ্ঞতা দারুণ। আমার যেসব requirements ছিলো, সেগুলো ওনারা যথাযথভাবে provide করেছেন। ফলে পুরো কাজের অভিজ্ঞতা খুবই smooth হয়েছে।
প্রশ্ন ৩: ঝড়ের Title Track-এ রূপম ইসলাম কেন?
– কারণ, এই গানটায় রূপম দা ছাড়া আমার মাথায় অন্য কারও নামই আসেনি। ছবির Title Track গাওয়ার ক্ষেত্রে রূপম দা-র অভিজ্ঞতা অপরিসীম। তাই আমার প্রথম ও শেষ পছন্দ তিনিই।
প্রশ্ন ৪: Wrong Number-এও রূপম দা তোমার সুরে একটি গান গেয়েছিলেন। এবার ঝড়-এ আবার গাইলেন। এতদিন পর ওনার সাথে কাজ করে কেমন লাগল?
– অসাধারণ ভালো। রূপম দা নিজেই আমার composition খুব পছন্দ করেন। আর Barish-এর সাথে আমার প্রথম কাজ এই ছবিতেই – ও দারুণ লিখেছে গানটা। ফলে পুরো প্রক্রিয়াটা ছিলো পরিপূর্ণ আনন্দের।
প্রশ্ন ৫: অ্যান্টনি জেনের ‘ঝড়’-এর গল্প কেমন লেগেছিল?
– ঝড়ের গল্প মূলত Women Trafficking-এর উপর। অ্যান্টনি দা গল্পটা শোনানোর পর যখন আমি Title Track-এর দায়িত্ব পাই, সত্যি বলতে একটু চাপও এসেছিল। এমন একটা গানের দরকার ছিল যেখানে কথা ও সুরের ওঠানামায় দর্শকের মনে কোনো monotony না আসে।
প্রশ্ন ৬: ঝড়-এর Title Track-এ তোমার Entire Music Team নিয়ে কিছু বলো।
– আগেও বলেছি, ওরা ছাড়া আমি অসম্পূর্ণ। একটা গানের কৃতিত্ব কেবলমাত্র সঙ্গীত পরিচালকের নয়, পুরো টিমের। Barish দুর্দান্ত লিখেছে গানটা। Rudranil Chowdhury (The Missing Link) করেছে অসাধারণ arrangement। দেবজিৎ দা করেছে অসামান্য mix। তাই আমার বিশ্বাস, নতুন সঙ্গীত পরিচালকরা যেন তাঁদের music team-এর proper credit এবং respect দিতে শিখি।
প্রশ্ন ৭: যেহেতু ঝড় মূলত Women Trafficking-এর উপর, একটা গান বা ছবি সমাজের অন্ধকার দিক দূর করতে কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে করো?
-চেষ্টা করতেই হবে। হাল ছাড়লে তো চলবে না। তাই গানটার শেষ লাইনে গীতিকার যেমন লিখেছে, সেটাই আমারও বিশ্বাস –
“না পিছু আর ফিরতে নারাজ, এগিয়ে চলছে সময়।
ভালো থাকার দিন যেন আজ! মায়াবী এ সূর্যোদয়…”