কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহেরু যুব কেন্দ্র সম্প্রতি কলকাতায় ‘যুব উৎসব’ পালন করে। যুব কেন্দ্রের দক্ষিণ কলকাতা শাখার উদ্যোগে জাতীয় গ্রন্থাগারে এই উৎসবের থিম ছিল নাগরিকদের মধ্যে ‘কর্তব্যবোধ’। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনে যুব শক্তির চেতনা বৃদ্ধি করা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। উৎসবে ইয়ং আর্টিস্ট ক্যাম্প, ইয়ং রাইটার্স ক্যাম্প, ফটোগ্রাফি ওয়ার্কশপ, ডিক্লেমেশন কনটেস্ট, কালচারাল ফেস্টিভ্যাল এবং ইয়ুথ কনভেনশন অনুষ্ঠিত হয়। তিনশোর বেশি যুবক অনুষ্ঠানে অংশ নেয়।