WIKI KOLKATA

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ২০২৫-এর পুজো – শ্বেতশুভ্র আভিজাত্যে মণ্ডপে নিউ জার্সির অক্ষরধামের ছোঁয়া

5.49K ইভেন্ট 2 weeks ago

কলকাতা, সেপ্টেম্বর ২০২৫:
চোখ ধাঁধানো সাদা মণ্ডপ, ঝলমলে আলোয় মোড়া চারপাশ, আর ভিড়ের ঢল – এ যেন এক অন্য রকম দুর্গোৎসবের গল্প। মহালয়ার আগের দিনই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। কলকাতার অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে শ্রীভূমির নাম বরাবরই সবার উপরে, আর সেই খ্যাতি বজায় রেখেই এ বছরও দর্শকদের জন্য হাজির হয়েছে এক অভিনব চমক।

Image captured & © by Deblina Paul. Owned by Wiki Kolkata.

২০২৫ সালের থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। শ্বেত পাথরের নকশা আর নিখুঁত শিল্পকলা মিলিয়ে গোটা মণ্ডপে যেন ফুটে উঠেছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নপুরীর আবহ। মণ্ডপের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে সাদার রাজকীয়তা—প্রবেশদ্বারে বিশাল হস্তীর আদল, থাই স্থাপত্যের সূক্ষ্ম ছোঁয়া আর ঝলমলে আলোকসজ্জা যেন দর্শকদের মুহূর্তেই নিয়ে যাচ্ছে নিউ জার্সির মন্দিরের দরবারে।

থিমের সঙ্গে মিল রেখে দেবী দুর্গাকেও সাজানো হয়েছে শ্বেতশুভ্র সৌন্দর্যে। সাদা সোলার কাজে মোড়া প্রতিমা, দেবীর বস্ত্রেও সাদার শোভা – সব মিলিয়ে এক অন্যরকম গম্ভীর অথচ মায়াবী আভা। মণ্ডপের চারপাশে সোনালি আলোর ঝলক এই শ্বেত রূপকে দিয়েছে স্বর্গীয় মাত্রা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই পুজোর। তাঁর সঙ্গে উপস্থিত টলিপাড়ার একাধিক জনপ্রিয় তারকাও। উদ্যোক্তাদের আশা, উদ্বোধনের পর থেকেই দর্শকদের ভিড় আরও কয়েকগুণ বাড়বে। ইতিমধ্যেই মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে উপচে পড়া জনস্রোত। ছোট থেকে বড়, সকলে মেতে উঠেছেন প্যান্ডেল হপিং-এ।

প্রতিবছরের মতো এবছরও শ্রীভূমির পুজোয় রয়েছে নানা চমক। সোনালি আলোয় মোড়া সেলফি জোন, প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিখুঁত শৈল্পিক সাজসজ্জা – সব মিলিয়ে দুর্গোৎসবের আনন্দকে এনে দিয়েছে বাড়তি মাত্রা। উদ্যোক্তাদের দাবি, পুজোর প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড়ের মধ্যেই প্রমাণ মিলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অক্ষরধাম থিমের জনপ্রিয়তার।

Image captured & © by Monojit Dutta | Owned by Wiki Kolkata.

শহর কলকাতার দুর্গোৎসব মানেই থিম পুজোর প্রতিযোগিতা। কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের শ্বেতশুভ্র মণ্ডপ যেন সেই প্রতিযোগিতাকেই আরও উজ্জ্বল করে তুলেছে। পুজোর দিন যত এগোবে, ততই বাড়বে ভিড়, আর শ্রীভূমির সাদা আভিজাত্য আরও একবার মুগ্ধ করবে হাজার হাজার দর্শককে।

Latest Update