WIKI KOLKATA

স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে প্রসেনজিৎ-শ্রাবন্তীর উপস্থিতিতে ‘দেবী চৌধুরানী’ প্রমোশন

5.1K বিনোদন 4 weeks ago

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি “দেবী চৌধুরানী” অবলম্বনে নির্মিত নতুন বাংলা সিনেমার প্রমোশন অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে। ‘বেন্ডিট কুইন অফ বেঙ্গল’ নামে পরিচিত এই ঐতিহাসিক চরিত্রের কাহিনি ফুটে উঠবে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায়। আর সেই উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা) ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস

দিন কয়েক ধরেই ক্যাম্পাসজুড়ে ‘দেবী চৌধুরানী’ সিনেমার প্রমোশন নিয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নতুন সেমিস্টারের নবাগতদের পাশাপাশি বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক হাজার শিক্ষার্থী সমবেত হন মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে।

প্রজন্মের সামনে ঐতিহাসিক কাহিনি

প্রমোশনের মঞ্চে উঠে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন,
“দেবী চৌধুরানীর মতো বাংলার এক অভুলা ইতিহাসকে আধুনিক সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

অভিনেত্রী শ্রাবন্তী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“বাংলার মাটি ও মানুষের সংগ্রাম, শক্তি আর আবেগ এই ছবির মূল উপজীব্য। তাই জেন জেড প্রজন্মের উচিত বড়পর্দায় এই কাহিনি নিজ চোখে দেখা।”

উৎসাহী দর্শক ও প্রশাসনিক উপস্থিতি

শুধু শিক্ষার্থীই নন, অভিনেতা-অভিনেত্রীকে একঝলক দেখার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়ও ভিড় জমায় দর্শকরা। ক্যাম্পাসে ঢোকার পথে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সুব্রত কুমার দে, সিওও সৌরভ অধিকারী, রেজিস্ট্রার পিনাক পানি নাথ, মিউজিক ক্লাবের মেন্টর ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী শাহানা বক্সি, অতিথি অধ্যাপিকা সৌমী ভট্টাচার্য, ডিন নিমাই চন্দ্র সাহা, ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অভিষেক ধর ও শুভম ভট্টাচার্য, এবং ডেপুটি কন্ট্রোলার অফ একজামিনেশন সৌরভ সাহা প্রমুখ।

স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই প্রমোশনাল ইভেন্ট শুধু সিনেমার প্রচার নয়, বরং নতুন প্রজন্মকে বাংলার গৌরবময় ইতিহাসের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে রইল।

Image & Video Captured by : Debraj Biswas | owned by : Wiki Kolkata

Latest Update